শিক্ষকতা জীবনের সাতাশতম বর্ষে পদাপর্নে সবাইকে শুভেচ্ছা জানাই্ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির নাম জাবেদ আলী ইনস্টিটিউশন।যেখানে আমার শিক্ষাকতা পেশার শুভ উদ্বোধন ঘটে। ১৯৬৯ সাল থেকে গুটি গুটি এগিয়ে চলছে এই প্রতিষ্ঠান । গুনী শিক্ষার্থী তৈরিতে ব্যাপক কর্মযজ্ঞ, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা আর শিক্ষার্থীদের আকুন্ঠ সমর্থন বিদ্যালয়টির সমৃদ্ধি দিনে দিনে প্রসংশার শীর্ষ বিন্দুতে আসীন হতে প্রেরনাজুগিয়েছে। জীবনে শিক্ষকতাকে পেশা হিসাবে নিয়েপ্রথমে ভেবে ছিলাম ভুল করেছি কারন কী আছে এই পেশায় ? অর্থের ত্বপ্রতুলতা না হয় থাকলোই কিন্তু ব্যক্তি হিসাবে মর্যাদার লড়াইয়ে সমাজে অন্যের চাইতে নিজের অবস্থানটা তো প্রশংসার দাবীদার।সমাজে এক জন বিবেকবান , নির্ভেজাল, দায়িত্ববান ভালো মানুষ হিসাবে বেচেঁ থাকা অবধি জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেশ মাতৃকার কল্যানে নিজেকে উৎসর্গ করার ব্রত পালনে সকল শিক্ষক মহলেরই কাঙ্খিত লক্ষ্য হওয়া অবশ্যম্ভাবী। তাই হিংসা, কলহ, দম্ভ, দলমতের উর্ধ্ব থেকে সমাজের একজন সেবক হিসাবে নিজেকে বিলিয়ে দেওয়া সমীচীন নয় কী ?
k¨vgj P›`ª miKvi
Head Teacher