JABED ALI INSTITUTION

জবেদ আলী ইনস্টিটিউশন

EIIN: 100784
SCROLLING TEXT

Chairman Message

জাবেদ আলী ইনস্টিটিউশনের (মাঃ বিঃ) সকল শুভাকাঙ্খীকে শুভেচ্ছা জানাই। ১৯৬৯ সাল থেকে শুরু হয়ে আজ অবধি এ দীর্ঘ পথচলায় নানা চড়াই উৎরাই এর সম্মুখীন হলেও সবার ভালোবাসা ও সহযোগিতায় এ প্রতিষ্ঠান সবার মাঝে দৃঢ় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এই চলমান সাফল্যের পেছনে রয়েছে যার অবদান তিনি আর কেউ নন আমার পিতা মরহুম আদম আলী মিয়া। যার দুরদর্শিতা এ প্রতিষ্ঠানটির আলোক বর্তিকা হিসাবে পথ দেখিয়েছে। সমাজের জ্ঞানী, গুনী, ধনী, গরীবসহ সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে, নিরলস প্রচেষ্টা, সক্রিয় অংশগ্রহন এবং সকলের সমর্থনে এ প্রতিষ্ঠানটির আবির্ভাব ঘটেছিল আমার দাদা জাবেদ আলী হওলাদার নামে।

আমি প্রতিষ্ঠানটির সভাপতি হিসাবে চলমান অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ। এ বিদ্যালয়ে অধ্যায়নকারী ও অধ্যায়নরত শিক্ষার্থীসহ সকল শুভানুধ্যায়ীদেরকে আমাদের পাশে পাওয়ার এবং সহযোগীতা অব্যাহত রাখার অনুরোধ করছি। আসুন সবাই মিলে মানুষ গড়ার এই কারখানাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।


Chairman

General Notice


Routine


Download center